মিরপুরে হেরোইনসহ গ্রেফতার ৩
রাজধানীর মিরপুরে ১শ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। বুধবার (৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার নিউরোজ হ্যাভেন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. আসাদুজ্জামান (২৭), মোছা. সাহেরা বেগম (৫৫), ও মোছা. গোলাপী (৬০)।
বিজ্ঞাপন
বদরুজ্জামান জিল্লু বলেন, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা হেরোইন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
জেইউ/এনএফ