স্বাস্থ্যবিধি মেনে চলবে বাস-ট্রেন-লঞ্চ
করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।
রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস, ট্রেন ও লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে। বহন করা যাবে আসন সংখ্যার অর্ধেক যাত্রী। এ সম্পর্কিত আগের নির্দেশনা ধরেই সংশ্লিষ্ট সংস্থাগুলো আলাদা নির্দেশনা জারি করবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে দেড় মাসেরও বেশি দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ ছিল। গত ২৪ মে থেকে শর্ত সাপেক্ষে তা চালুর অনুমতি দিয়েছে সরকার।
সরকারি বিধিনিষেধের সঙ্গে সামঞ্জস্য রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সড়ক পরিবহন চালানোর জন্য নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থার নির্দেশনা অনুসারে, মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে উঠতে পারবে না। গাড়ির চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা মাস্ক পরিধান করবেন। তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানি, হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
বিজ্ঞাপন
অর্ধেক যাত্রী বহন করার প্রেক্ষিতে বিআরটিএ’র সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের কাছ থেকে বর্তমান ভাড়ার অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া আদায় করা যাবে। যাত্রার শুরু ও শেষে গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুসারে, ট্রেনের মোট আসনের অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে ট্রেন পরিচালনা করা হবে।
পিএসডি/এইচকে