রাজধানীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীর গোলাপ শাহ মাজারের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। মৃতের বয়স আনুমানিক (৫৫) বছর। তার পরনে ছিল চেক লুঙ্গি।
রোববার (৬ জুন) বিকেল ৩টায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পল্টন থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায় জানান, আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আশপাশের লোকজনের মুখের জানতে পারি ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। ধারণা করছি অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) জানান, অজ্ঞাত ওই বৃদ্ধের মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এমএইচএস