সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা ১১ জুন
সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা আগামী ১১ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ১৭টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়।
এর আগেও একাধিকবার ১০ম গ্রেডের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি। কিন্তু করোনা পরিস্থিতি ও সরকারের কঠোর বিধিনিষেধের কারণে তা সাময়িক স্থগিত করা হয়।
বিজ্ঞাপন
এনএম/জেডএস