চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সম্রাট (২০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৭ জুন) আকবরশাহ থানার কর্নেল জোন্স রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন। মো. সম্রাট আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার মৃত শাহ আলমের ছেলে।

ওসি জহির হোসেন বলেন, শনিবার দিনগত রাতে মো. খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি অফিসের কাজে ঢাকা যাওয়ার জন্য সিডিএ থেকে রওনা দেন। ডিটি রোডের পূর্বপাশ নিউ মনসুরাবাদ কর্নেলহাট নামক স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা খাইরুলের রিকশা গতিরোধ করে তার কাছ থেকে আট হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। এসময় ছিনতাইকারীরা খাইরুলের সঙ্গে থাকা ব্যাগ নিতে টানাটানি করে এবং একপর্যায়ে খাইরুলকে ছুরিকাঘাত করে। পরে খাইরুল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর  আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করেন। 

ওসি বলেন, মামলাটি তদন্তের সময় ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পরে সোমবার ভোরে আকবরশাহ থানার কর্নেল জোন্স এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সম্রাটকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ছিনতাইকরা মোবাইল  ও একটি স্টিলের ফোল্ডিং ছুরি উদ্ধার করা হয়।

কেএম/জেডএস