আসিয়ানে নিযুক্ত বাংলাদেশি দূতদের সম্পর্ক জোরদারের আহ্বান
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
সোমবার (৭ জুন) বাংলাদেশে তৈরি ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘বৈঠক’ এর মাধ্যমে আসিয়ান অঞ্চলের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন চলমান বৈশ্বিক মহামারি এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখতে উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে কার্যক্রম গ্রহণেরও আহ্বান জানান।
ভার্চুয়াল সভায় আসিয়ান অঞ্চলের আটটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী মতবিনিময় সভাটি ‘বৈঠক’ প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এনআই/জেডএস