সচিবালয়ে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো আসিফ মাহমুদের সভা
সচিবালয়ের সভাকক্ষে সচরাচর কোরআন তেলাওয়াত দিয়ে সভা শুরুর রীতি না থাকলেও এবার ব্যতিক্রম ঘটেছে। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এক সভায় কোরআন তেলাওয়াত দিয়ে কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে এক আলোচনা সভায় এমন চিত্র গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মন্ত্রণালয়ের এ সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ অনুষ্ঠানে অংশ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা। সভা শুরুর আগে সঞ্চালক কোরআন তেলাওয়াতের ঘোষণা দেন। পরে হাফেজ আশিকুর রহমান সুরা জুমার ২৭ থেকে ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেন।
বিজ্ঞাপন
এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) অংশ নেন।
এমএম/এআইএস