বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহাবের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। মঙ্গলবার (৮ জুন) রেড ক্রিসেন্টের সদর দফতরে এ সাক্ষাত হয়।

সংস্থাটি জানায়, আলোচনায় রাষ্ট্রদূত সরকারের করোনা টিকা কার্যক্রমে রেড ক্রিসেন্টের সহযোগিতা কার্যক্রমের প্রশংসা করেন। রোহিঙ্গা রেসপন্সে তুরস্ক রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব জোরদার করতে গুরুত্ব আরোপ করেন।

বিভিন্ন দুর্যোগকালীন সময়ে তুর্কি সরকারের আন্তরিক সহযোগিতার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির সরকারকে ধন্যবাদ জানান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান। ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসন কার্যক্রমে সোসাইটির নানা কর্মকাণ্ডের বর্ণনা দেন। পাশাপাশি সেখানে মানবিক সহায়তায় হাত বাড়ানোর জন্য সোসাইটির চেয়ারম্যান তুর্কি রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত অতীতের মতো সামনের দিনগুলোতেও রেড ক্রিসেন্টের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান ও মহাসচিব মো. ফিরোজ সালাহ উপস্থিত ছিলেন।

এনআই/ওএফ