রাজধানীর মিরপুরের পশ্চিম কাজীপাড়া এলাকায় পুরাতন একটি ভবনের দেওয়াল চাপায় আহত শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় নাজমা খাতুন (১২) নামে এই শিশুর। 

মঙ্গলবার সন্ধ্যায় দেওয়াল চাপায় আহত হয়েছিল নাজমা। রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মিরপুরের কাজীপাড়া থেকে দেওয়াল চাপায় আহত এক শিশুকে ঢামেকে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নাজমার বাবা মো. জিন্নাত আলী ঢাকা পোস্টকে জানান, কাজীপাড়ায় তারা যে বাসায় থাকতেন সেটি পুরোনো একটি বাসা। তারা বাসাটির নিচতলায় থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় তলার একটি দেওয়ালের একাংশ ভেঙে পড়লে চাপা পড়ে নাজমা। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।  

এসএএ/এনএফ