চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (৯ জুন) ভোরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।

তিনি বলেন, জাহাজে দুই জন নাবিক ছিলেন। আশপাশে থাকা নৌযানগুলো দ্রুত তাদের উদ্ধার করায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে নোঙর করা জাহাজ কীভাবে ডুবে গেছে তা জানতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

জাহাজটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিশিং জাহাজটি ড্রাই ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে তলাফেটে অথবা বুস দিয়ে পানি লিক করে জাহাজে পানি ঢুকে যায়। জাহাজে পানি দেখতে পেয়ে নাবিকরা চিৎকার করলে আশেপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। একপর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়।

কেএম/জেডএস