১৬ মোটরসাইকেল মালিককে খুঁজছে পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ রাজধানী ও কুমিল্লা জেলায় অভিযান চালিয়ে ১৭টি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে।
মঙ্গলবার (৮ জুন) রাজধানীর হাতিরঝিল ও কুমিল্লা জেলার মুজাফরগঞ্জ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করে ডিবি লালবাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ জুন) ডিএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়, ডিএমপির ডিবি লালবাগ বিভাগে গত মঙ্গলবার রাজধানী ও কুমিল্লায় অভিযান পরিচালনা করে ১৭টি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে।
মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিককে এখন খুঁজছে ডিএমপি। উপযুক্ত ও যথাযথ প্রমাণ দেখানো সাপেক্ষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে মোটরসাইকেলগুলো।
উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলগুলোর বিবরণী
বিজ্ঞাপন
লাল রংয়ের একটি অ্যাপাচি আরটি আর ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটর সাইকেল, চেসিস নম্বর- MD624HC10G2N44263
লাল রংয়ের একটি পালসার ১৫০ সিসি মোটর সাইকেল। যার রেজিস্ট্রেশন বগুড়া-ল-১২-১২৫২ এবং চেসিস নম্বর- MD2A11CZ0FWE94588
নীল রংয়ের একটি পালসার এনএস রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর-MD2A820Z2GCK02990
নীল রংয়ের একটি পালসার ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল। চেসিস নম্বর-MD2A11CY5HWA89112
কালো রঙের একটি সুজকি ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল। চেসিস নম্বর- NG4BW-110426, ঝালাই এর কারণে অস্পষ্ট, ইঞ্জিন নম্বর- BGA1-662080
লাল রংয়ের একটি হিরো গ্লামার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MBLJA06EZCGK00162
নীল ও কালো রঙের একটি বাজাজ ডিসকভার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MD2A14AZ8EWK05490
নীল রঙের একটি হিরো হোন্ডা গ্লামার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MBLJA06ANGGM10575
কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MB8NG4BAAF8130356
লাল ও কালো রঙের একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- PSUB44BY3LTM58623
সাদা রঙের একটি ইয়ামাহা ফেজার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যাহার চেসিস নম্বর -2CL31404889
কালো রঙের একটি বাজাজ প্লাটিনা রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MD2A18AZ4FWK78896
কালো রঙের একটি ইয়ামাহা ভারসন-৩ আর-ওয়ান-১৫ (R-15) রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MH3RG4710LK142730
কালো ও সাদা রঙের একটি আরটিআর টিভিএস অ্যাপাচি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- MD634KE47F2F52838
কালো ও লাল রঙের একটি বাজাজ পালসার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, চেসিস নম্বর- PSUA11CY8MTA88687
একটি টিভিএস অ্যাপাচি আরটিআর রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, ইঞ্জিন ও চেসিস নম্বর পাঞ্চিং।
এমএসি/আরএইচ