ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক মোবাইল অ্যাপ ‘এলসা স্পিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে ব্যাকবন লিমিটেড ও এলসা কর্পোরেশনের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে এ অ্যাপটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে এলসা কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রাজস্ব বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস। ব্যাকবন লিমিটেডের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন, নির্বাহী পরিচালক আরিফ উল্লাহ খান ও মানবসম্পদ বিভাগের পরিচালক আমিনুর রহমান।

প্রযুক্তিনির্ভর এই অ্যাপটি সম্পর্কে জানানো হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইলভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যা ব্যবহারকারীর ইংরেজি উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা উন্নত করতে সহায়তা করে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা এই অ্যাপটি বর্তমানে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। ৮ কোটিরও বেশি ব্যবহারকারী ইতোমধ্যে এলসা স্পিক ব্যবহার করছেন বলে আয়োজকরা জানান।

এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য আলাদা দুটি সংস্করণ চালু করেছে এলসা— ‘এলসা স্কুল’ ও ‘এলসা বিজনেস’।

এলসা স্কুল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ইংরেজি বলার দক্ষতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। অন্যদিকে, এলসা বিজনেস অফিস বা কর্পোরেট পরিবেশে পেশাদার ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য উপযোগী৷ 

অনুষ্ঠানে ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির যথাযথ ব্যবহার শিক্ষা ও দক্ষতা উন্নয়নের অন্যতম হাতিয়ার। এলসা অ্যাপ তরুণ প্রজন্মের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বিশেষ করে যারা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে চায়, তাদের জন্য এই প্রযুক্তি বড় সহায়ক হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা যাতে সহজেই আন্তর্জাতিক মানের ইংরেজি উচ্চারণে দক্ষ হতে পারে, সে জন্য এমন উদ্ভাবনী উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাই। এলসা’র কার্যক্রম দেশের ডিজিটাল অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে আমি আশাবাদী।

এমএম/এমএ