চট্টগ্রামের বাকলিয়া থানা ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান রোহিত (২০) হত্যা মামলার প্রধান আসামি শাহবুদ্দিন সাবুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুন) ভোলা জেলার লালমোহন থানার হরিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাবুদ্দিন ছাত্রলীগ কর্মী মো. আশিকুর রহমান রোহিত হত্যার দায় স্বীকার করেছেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ৮ জানুয়ারি মোটরসাইকেল চালিয়ে বাকলিয়া থানার দেওয়ান বাজার ভরাপুকুর পাড় এলাকা দিয়ে যাচ্ছিলেন আশিকুর রহমান রোহিত। এ সময় আসামিরা রোহিতকে ছুরিকাঘাত করে। ১৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আশিকুর। এ ঘটনায় শাহবুদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের নামে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন রোহিতের বড় ভাই জাহিদুর রহমান। ১৮ জানুয়ারি অভিযান চালিয়ে মো.মহিউদ্দিন ও বাবু নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার প্রায় ছয় মাস পর প্রধান আসামিকে গ্রেফতার করল পুলিশ।

কেএম/এসকেডি