রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। রোববার (১৩ জুন) রেড ক্রিসেন্টের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন পরিচালিত ক্যাম্প ৪ পরিদর্শনকালে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মাঝে সাবান, সুরক্ষা সামগ্রী এবং এলপিজি সিলিন্ডার বিতরণ করেন। এ সময় তিনি বিডিআরসিএস, আইএফআরসি এবং ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
এছাড়া তিনি তুর্কি ফিল্ড হাসপাতাল, বিডিআরসিএস ফিল্ড হাসপাতাল, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বিডিআরসিএসের নির্মাণাধীন নতুন শেল্টার কার্যক্রম পরিদর্শন করেন।
আব্দুল ওয়াহহাব বলেন, সশরীরে রোহিঙ্গা শিবিরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম দেখে আমি অভিভূত। যারা নিরলস চেষ্টা দিয়ে এই কার্যক্রমকে বেগবান করেছেন তাদের আমি সাধুবাদ জানাই। এছাড়া এখানে কর্মরত অন্যান্য সংস্থা এবং এখানে কর্মরত সব কর্মীকে আমি ধন্যবাদ জানাই।
বিজ্ঞাপন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সোসাইটির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, সেক্রেটারি জেনারেল মো. ফিরোজ সালাউদ্দিন, পরিচালক, ডিজাস্টার রেসপন্স, ইমাম জাফর সিকদার, ও পরিচালক, ডিজাস্টার রিস্ক রিডাকশন ইকরাম ইলাহি চৌধুরী।
এনআই/এসকেডি