চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ সময়ে চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২৫ জন। আর মারা গেছেন তিন জন।

সোমবার (১৪ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৯১৫ জনের নমুনা পরীক্ষা করলে ২২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৩১ জন এবং বিভিন্ন উপজেলার ৯৪ জন রয়েছেন। চট্টগ্রামে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৩২ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ৫২৫ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৫০৭ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজনই নগরীর বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এপর্যন্ত ৬৪৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫৩ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৯২ জন।

রোববার (১৩ জুন) চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল ৬৭ জনের। আর করোনায় মৃত্যু হয়েছিল দুই জনের।

কেএম/এসএসএইচ