রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে জাকিয়া (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সোয়া ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা নাসরিন ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী মারা গেছেন অনেক আগে। মেয়ে এখন নানীর বাড়িতে থাকে। সে দশম শ্রেণিতে পড়ে। কয়েকদিন হলো নরসিংদী থেকে আমি ঢাকায় এসেছি। তাকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম।

তিনি দাবি করেন, জানতে পারি মাহিম নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। এ কারণে সে বাড়ি যেতে চাইছিল না। এ নিয়ে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে সে বাথরুমে গিয়ে আত্মহত্যা করে। দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। মেডিকেলে নিয়ে আসতেই ৩ ঘণ্টা লেগে যায়। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকিয়া ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় নানী জাহানারা বেগমের কাছে থাকত। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ডেমরা থেকে অচেতন অবস্থায় এক কিশোরীকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।

এসএএ/এসএসএইচ