রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন– মো. দেলোয়ার হোসেন (২৯) ও মো. তৈয়বুল ইসলাম (৩৪)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে মতিঝিল থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম আরামবাগ সার্কুলার রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার দু’জন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় এবং তৈয়বুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাদের আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেইউ/বিআরইউ