রাজধানীর ওয়ারীর বলধা গার্ডেন এলাকায় চালক স্বামীর লেগুনা উল্টে স্ত্রী সুমাইয়া আক্তার (১৯) মারা গেছেন। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বামী শাকিল। পরে বিকেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী শাকিল ঢাকা পোস্টকে বলেন, আমি একজন লেগুনাচালক। জুরাইন-গুলিস্তান রুটে প্রতিদিন লেগুনা চালাই। আজ স্ত্রীকে নিয়ে জুরাইন থেকে কাপ্তান বাজারে বাজার করার উদ্দেশে যাচ্ছিলাম। স্ত্রী আমার পাশেই বসা ছিল।

পথে ওয়ারীর বলধা গার্ডেন সংলগ্ন আলনাসির জামে মসজিদ এলাকায় হঠাৎ ব্রেক ফেল করলে আমার লেগুনা সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে আমার স্ত্রী সহ কয়েকজন যাত্রী আহত হন। পরে আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারী থেকে লেগুনা উল্টে গিয়ে তার স্ত্রী আহত হন। পরে এখানে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে তার স্বামী জানান, তার স্ত্রী ভবন থেকে পড়ে আহত হয়েছেন। পরে সে জিজ্ঞাসাবাদে তিনি জানান, পুলিশের ভয়ে তিনি মিথ্যা বলছিলেন। তাকে আটক করে ওয়ারী থানায় হস্তান্তর করেছি।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লেগুনাটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ঢাকা মেডিকেলে এসে নিহতের জামাইকে আমাদের হেফাজতে নেই। তদন্ত চলছে মৃতদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএএ/আরএইচ