সড়ক দুর্ঘটনায় ঢামেক হাসপাতালের নার্সিং অফিসারের মৃত্যু
জাহিদুল ইসলাম
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং অফিসার জাহিদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
বুধবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সাভার-নবীনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।
বিজ্ঞাপন
পাবিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। এরপর পাশ থেকে একটি গাড়ি এসে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তিতে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে কাজ করতেন তিনি। জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
বিজ্ঞাপন
তিনি তায়রুন্নেছা নার্সিং কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন রেখে গেছেন।
টিআই/আরএইচ