মতিঝিলে ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত অলিউরের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে। ফকিরাপুলের বাসিন্দা এ ব্যক্তি একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন।
সহকর্মী সুমন জানান, সোমবার বিকেলে দিলকুশায় ইন্টারনেট লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে অচেতন হয়ে পড়ে যান অলিউর। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমজে