ঢাকার কেরানীগঞ্জে বাসার উঠোনে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মেহজাবিন আক্তার (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে  দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মেহজাবিন কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজারে মক্কা হাউজিংয়ের সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ছিল। দুই বোনের মধ্যে সে ছিল বড়।

নিহত মেহজাবিনের খালা বিথী আক্তার জানান, আমার ভাগনি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। ওর বাবা ৬ মাস আগে সৌদিতে চলে যায়। বিকেল চারটার দিকে বাসার উঠোনে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুতের তারের সঙ্গে কর্ক আটকে যায়। পরে ওই কর্ক তার থেকে নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/বিআরইউ