মদ-বিয়ারসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
মদ, বিয়ারসহ আটক মাদক ব্যবসায়ীরা
রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ সাত মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- মো. আসাদুল শেখ (৩৩), মো. মোরশেদ আলম (৩৮), মো. হেলাল উদ্দিন (২৭), মো. রায়হান (৩০), মো. হাসিবুল হোসাইন (৩৬), মো. হুমায়ুন কবির (৪৮) ও মো. আল আমিন (২৫)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর পল্লবীর মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের মাদক ব্যবসায়ের অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
আটকদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এদিকে, অন্য আরেকটি অভিযানে কন্টেইনারবাহী লরিতে করে মাদক চোরাচালানের অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতাররা হলেন- আবু বক্কর সিদ্দিক (৩০) ও মো. সবুজ হাসান (১৮)।
এ সময় ৯ হাজার ৭৮৬ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি কন্টেইনারবাহী লরিও জব্দ করা হয়।
এমএসি/জেইউ/এফআর