রাজধানীতে শেয়ালের মাংস খেতে গিয়ে দুজন জেলে
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটিতে শেয়াল জবাইয়ের অপরাধে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাহ আলম (৫৩) ও নাসির (৪৫)।
সোমবার(২১ জুন) দুপুরে ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ তাদের আটক করে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল জোয়ারদার।
বিজ্ঞাপন
তিনি বলেন, খবর পেয়ে আমরা বসিলা গার্ডেন সিটিতে যাই এবং হাতেনাতে শেয়াল জবাই করা অবস্থায় শাহ আলম ও নাসিরকে আটক করি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দুজনকে কারাদণ্ড দেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মো. দুলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে থানা থেকে একটি টিম পাঠাই। পরে শেয়াল জবাই করা অবস্থায় দুজনকে আটক করা হয়। তারা জানান, নিজেরা খাওয়ার জন্য শেয়ালটিকে জবাই করেছেন। ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিত দাস ঢাকা পোস্টকে বলেন, ৯৯৯ -এ একজন কলার ফোন করে শেয়াল জবাইয়ের বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। খবর পেয়ে আমরাও যাই। শাহ আলম ও নাসির স্বীকার করেছেন, তারা শেয়াল জবাই করেছেন খাওয়ার জন্য। এ জন্য তাদের দুজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেয়ালের মাংস বিক্রি তাদের উদ্দেশ্য ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমাদের কাছে মনে হয়নি। তাহলে তো অনেক বড় অপরাধ হতো। তারা কোনো কুসংস্কার থেকে কাজটি করেছেন বলে মনে হয়েছে।
এসএএ/আরএইচ