বাইরে রোগী, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলছে!
কাগজে-কলমে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও ফার্মাসিস্টসহ অন্যান্য কর্মচারী থাকলেও বাস্তবে রোগী এসে ফেরত যাচ্ছে। কারণ সরকারি স্বাস্থ্য কেন্দ্রটি তালা দেওয়া, সম্পূর্ণ বন্ধ।
রাঙমাটি জেলার কলাবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিমের সরেজমিন পরিদর্শনে এমন ভয়াবহ চিত্র ধরা পড়লো।
বিজ্ঞাপন
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গতকাল (বুধবার) দুদকের এসফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম বলেন, রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভূষণছড়া ও কলাবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্যকেন্দ্রে নানাবিধ অনিয়ম, অগোছালো প্রশাসনিক পরিবেশ এবং সেবা প্রদানে অচলাবস্থা ধরা পড়েছে।
বিজ্ঞাপন
দুদক জানায়, অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্বস্থলে অনুপস্থিত। তার অনুপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রে নানাবিধ অনিয়ম, অগোছালো প্রশাসনিক পরিবেশ এবং সেবা প্রদানে অচলাবস্থা লক্ষ্য করা যায়।
পরদবর্তীতে টিমের দুইজন সদস্য আইমারছড়া ইউনিয়নের কলাবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। রোগী এসে ফেরত যাচ্ছে। উক্ত কেন্দ্রে একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএস পদায়িত থাকলেও তারা নিয়মিত অনুপস্থিত থাকেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন মৌখিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত থাকলেও সরেজমিনে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে জেলা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও উক্ত কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে কোনো তথ্য প্রদান করতে ব্যর্থ হন।
অভিযানকালে প্রাপ্ত প্রমাণাদি ও ব্যাপক অনিয়মের ভিত্তিতে টিম প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।
আরএম/এনএফ