তিন আসনে উপ-নির্বাচনের আপিল শুনানি আজ
আগামী ২৮ জুলাই ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদনের শুনানি আজ মঙ্গলবার (২২ জুন) হবে।
ইসি’র আইন শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু ইব্রাহিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে জানানো হয়, মঙ্গলবার (২২ জুন) নির্বাচন ভবনের চতুর্থ তলায় বেলা ১১টায় শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশের ১৪(৪) ধারা অনুযায়ী রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর ৫ বিধি মোতাবেক মনোনয়নপত্র বাতিল/গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক আপিল আবেদন দাখিল করার বিধান রয়েছে।
আদেশে আরও বলা হয়, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ নির্বাচনী এলাকার শূন্য আসনে উপ-নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলাদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে ৫ জন প্রার্থী ইতোমধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল দায়ের করেছেন।
বিজ্ঞাপন
এই তিন আসনের উপ-নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।
এসআর/এমএইচএস