রাউজানে অস্ত্রের ভান্ডারে পুলিশের হানা, দেওয়া হচ্ছে পুকুর সেচ
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় বড় পরিসরে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ।
রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটে আইয়ুব আলী সওদাগরের বাড়িতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে থাকা জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, অভিযান কার্যক্রম এখনো চলছে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী একটি পুকুরে সেচ দেওয়া হচ্ছে। সেখান থেকে আরও অস্ত্র উদ্ধার করার চেষ্টা চলছে।
সম্প্রতি রাউজান উপজেলায় রাজনৈতিক ও আধিপত্য বিস্তারে গোলাগুলি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসীরা রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় সন্ত্রাসীরা অত্যাধুনিক বিদেশি অস্ত্র ব্যবহার করছেন।
বিজ্ঞাপন
এমআর/এমজে