রাজধানীর গুলশান ও মহাখালীতে কার রেসিংয়ের অভিযোগে ৯ যুবককে আটক করেছে পুলিশ। তাদের ব্যবহৃত ৯টি রেসিং কারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো.সোহেল রানা এ তথ্য  জানিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি গুলশানের বিভিন্ন এলাকায় কিছু বখে যাওয়া যুবক বিভিন্ন সময়ে উচ্চগতি এবং বিকট শব্দে হর্ন বাজিয়ে গাড়ি চালিয়ে ওই এলাকার জনজীবন অতিষ্ট করে তুলেছিল। এমন পরিস্থিতিতে একজন বিষয়টি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানান।

তিনি আরও বলেন, এর প্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ে গত রোববার (২০ জুন) ডিএমপির গুলশান বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে অভিজাত পরিবারের পাঁচ বখাটে যুবককে তাদের গাড়িসহ আটক করে পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ জুন) পরিচালিত আরেক অভিযানে আরও ৯ যুবককে তাদের গাড়িসহ রেসিং করার অভিযোগে আটক করা হয়।

এ ধরনের কার্যক্রম পুরোপুরি না থামা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসি/এনএফ