বুড়িগঙ্গার আদি চ্যানেলে উদ্ধারকৃত জায়গায় সীমানা পিলার স্থাপন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (২২ জুন) কামরাঙ্গীর চর বেঁড়িবাধ এলাকায় সীমানা পিলার স্থাপন কাজ শুরু করা হয়।

আদি বু‌ড়িগঙ্গা খা‌লের কালুনগর স্লুইস গেট এলাকা প‌রিদর্শন শে‌ষে কামরাঙ্গীরচরের বেটারি ঘাট এলাকায় উচ্ছেদ করা সরকা‌রি জায়গায় সীমানা পিলার লাগা‌নো শুরু করে ডিএসসিসি। এতে নেতৃত্ব দেন সম্পত্তি কর্মকর্তা এবং নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান।

জানা গেছে, বুড়িগঙ্গা নদীর আদি স্রোতধারা বা চ্যানেলের হারানো ধারা ফেরাতে আগেই উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ইতোমধ্যে সংস্থাটি হাতিরঝিলের আদলে মাস্টারপ্ল্যান (খসড়া) তৈরি করেছে। এই মাস্টারপ্ল্যান অনুযায়ী আদি চ্যানেল খনন, অবকাঠামো উন্নয়ন করা হবে। কামরাঙ্গীরচরের মুসলিমবাগ থেকে রায়েরবাজার পর্যন্ত বুড়িগঙ্গার প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পুনরুদ্ধার করলে ঢাকা শহরের জলাবদ্ধতা অনেকাংশেই কমে যাবে। 

সীমানা পিলার স্থাপন কার্যক্রম পরিচালনায় অংশ নেন ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌রপোরেশনের প্রধান সম্প‌ত্তি কর্মকর্তা রা‌সেল সাব‌রিন, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হো‌সেন, লালবাগ জোনের রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু প্রমুখ।

এএসএস/এনএফ