এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি
রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিকট শব্দে ককটেলের ধোঁয়ায় বাংলামোটর মোড় অন্ধকার হয়ে যায়। বিস্ফোরণের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দৌড়ে মিছিল নিয়ে বাংলামোটর মোড়ে অবস্থান নেন। রূপায়ণ ট্রেড সেন্টারের নিচে পূর্ব থেকে দায়িত্বরত অবস্থায় থাকা পুলিশ সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
তারা বলেন, রাত সাড়ে ৯টায় হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, প্রাথমিকভাবে জানা যায়নি। আশপাশের সিসি ক্যামেরা দেখে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এর আগে রাত ৯টা ১২ মিনিটে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে সন্ধ্যার পর রাজধানীর শ্যামপুরে ফ্লাইওভারের ওপর থেকে দুটি স্থানে তিনটি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এমএসি/এমজে