খিলগাঁওয়ে বিদেশি বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৬ ক্যান বিদেশি বিয়ারসহ মো. শাকিল খান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টা ৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল এলাকাটিতে অবস্থান নিলে তল্লাশির সময় মোট ৯৬ ক্যান বিদেশি বিয়ারসহ শাকিল খানকে একটি প্রাইভেটকারসহ আটক করা হয়।
শাকিলের বাড়ি বরগুনার তালতলীর ঝারাখালী এলাকায়।
বিজ্ঞাপন
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও স্টাফ অফিসার (মিডিয়া) শাহনাজ জেসমিন বলেন, আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খিলগাঁও এলাকায় বিদেশি বিয়ারসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগী কিরণ ভূইয়ার সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদেশি বিয়ারসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এসএএ/এমএসএ