কৈলাশটিলায় বন্ধ কূপের সংস্কারকাজ শেষ, প্রতিদিন মিলবে ৫০ লাখ ঘনফুট গ্যাস
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন কৈলাশটিলা-১নং কূপের সংস্কারের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে আগামী ৩ দিনের মধ্যে দৈনিক ৫০ লাখ ঘনফুট হারে গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।
বিজ্ঞাপন
বার্তায় বলা হয়, কূপ থেকে আগামী ২-৩ দিনের মধ্যে দৈনিক কমবেশি ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বন্ধ থাকা এ কূপটির ওয়ার্কওভার কাজ গত ১২ আগস্ট বাপেক্সের নিজস্ব রিগ বিজয়-১২ এর মাধ্যমে শুরু করা হয়।
ওএফএ/বিআরইউ
বিজ্ঞাপন