স্থগিত হওয়া ত্রিশাল পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশন ভবন
স্থগিত হওয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা মেয়র পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি ওই পৌরসভায় ভোট গ্রহণ হবে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ইসির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
নতুন ঘোষিত তফসিল অনুযায়ী এ পৌর ভোটের মনোনয়ন দাখিলের শেষদিন ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিন ১৯ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি এবং ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রিশাল পৌরসভার স্থগিত সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদেও ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দিয়েছে। স্থগিত নির্বাচন সম্পন্নের লক্ষ্যে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়া প্রয়োজন। তবে আগেই যারা মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের নতুন করে দাখিলের প্রয়োজন হবে না। সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নতুন করে আর মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকবে না। ফলে সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে যে পর্যায় থেকে নির্বাচন স্থগিত করা হয়েছে, সে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
গত রোববার (৩ জানুয়ারি) ত্রিশাল পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী এমএএএস আলম বাবলু (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মেয়র প্রার্থীর মৃত্যুতে সোমবার মেয়র পদে নির্বাচন বাতিল ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে জেলা নির্বাচন কার্যালয়।
এসআর/এমএইচএস