শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে ১৭৪ শয্যার ১৫৬টিই খালি
দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সীমান্তবর্তী জেলার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে সাধারণ শয্যা ও আইসিইউ সংকট। রাজধানীর হাসপাতালগুলোতেও কোথাও কোথাও আইসিইউ রোগীতে পূর্ণ। তবে অনেক হাসপাতালে এখনো প্রচুর শয্যা ও আইসিইউ ফাঁকা আছে। করোনা ডেডিকেটেড তিনটি সরকারি হাসপাতাল ছাড়া অন্য ১২টি হাসপাতালেই পর্যাপ্ত সংখ্যক কোভিড শয্যা ও আইসিইউ খালি রয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে বিভিন্ন হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, করোনা চিকিৎসায় বরাদ্দ করা সাধারণ শয্যার মধ্যে প্রায় অর্ধেক শয্যাই খালি রয়েছে।
বিজ্ঞাপন
রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সাধারণ শয্যা ১৭৪টি। সেখানে রোগী ভর্তি আছে মাত্র ১৮ জন। বাকি ১৫৬টি শয্যা খালি রয়েছে। এছাড়া এই হাসপাতালের ১৬টি আইসিইউ শয্যার মধ্যে রোগী আছে ৭টিতে, বাকি ৯টি শয্যা ফাঁকা রয়েছে। হাসপাতালটিতে আইসিইউ সমতুল্য ৩০টি হাই ফ্লো নেজাল ক্যানোলা ও এইচডিইউ সমতুল্য ৩১টি অক্সিজেন কনসেন্ট্রেটরও খালি রয়েছে।
বিজ্ঞাপন
সংক্রমণ প্রসঙ্গে হাসপাতালটির যুগ্ম পরিচালক গোলাম কিবরিয়া বলেন, ‘ভ্যারিয়েন্টের প্রভাবে দেশে সংক্রমণ বাড়ছে। আমাদের হাসপাতালে কিছুদিন আগেই রোগীই ছিল না। এখন আবার রোগীর সংখ্যা তুলনামূলক কিছুটা বেড়েছে। তবে যেকোন সময় সংক্রমণ বাড়লেও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
টিআই/এসএম/জেএস