৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে আল্টিমেটাম
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীরা সরকারকে বুধবার সকাল ১১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। তাদের অভিযোগ, ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রস্তুতির যথেষ্ট সময় পাওয়া সম্ভব নয়।
এ কারণে ‘যৌক্তিক প্রস্তুতির সময়’ নিশ্চিত করে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা না হলে তারা শাহবাগ থেকে পুনরায় যমুনা অভিমুখে পদযাত্রা এবং সারাদেশে ব্লকেড কর্মসূচির মতো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলনকারীরা জানান, গত ১৯ নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন অবস্থান শুরু হয়। আজ সপ্তম দিনের মতো তারা অনশন, বিক্ষোভ এবং যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেন। দুপুর ১২টা ৩৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করলেও শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেডে তারা আটকা পড়েন। সেখানে দুপুর থেকে রাত পর্যন্ত অবস্থান চলে।
এ সময় তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে বুধবার সকাল ১১টা পর্যন্ত আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেন। সাইফ মুরাদ নামের এক আন্দোলনকারী বলেন, “৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সূচি না দিলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। একই সঙ্গে তিনি জানান, পিএসসির রোডম্যাপ থেকে সরে এসে যৌক্তিক প্রস্তুতির সময় নিশ্চিত করতেই আন্দোলনকারীরা মাঠে নেমেছেন।”
বিজ্ঞাপন
আন্দোলনস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের দাবি, এবার প্রথমবার লিখিত পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির সময় অত্যন্ত কম। তারা লিখিতের নতুন তারিখ ঘোষণা এবং সময়সূচি পুনর্বণ্টন করার দাবি তুলেছেন।
এদিকে ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের মধ্যস্থতায় বুধবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পিএসসি ও প্রধান উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করার চেষ্টা চলছে বলেও জানা গেছে।
অপরদিকে, এখন পর্যন্ত আগের সিদ্ধান্তেই অটল রয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। কমিশন জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আসছে ২৭ নভেম্বরই শুরু হবে।
দেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয় পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এসএমডব্লিউ