মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)-এর সিনিয়র কর্মকর্তা মেজর মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবনে হওয়া সাক্ষাতের তথ্য শ‌নিবার (২৯ ন‌ভেম্বর) জানিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

মেজর ইব্রাহিম শিগগিরই বাংলাদেশে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্স ২০২৬-এ অংশগ্রহণ করবেন। এ পরিপ্রেক্ষিতে কোর্সে অংশগ্রহণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পাদনে বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

সাক্ষাৎকালে হাইকমিশনার মেজর ইব্রাহিমকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের গভীর ও দৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হলো প্রতিরক্ষা কূটনীতি, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

হাইকমিশনার আরও উৎসাহ দিয়ে বলেন, প্রশিক্ষণকালীন সময়ে মেজর ইব্রাহিম যেন বাংলাদেশে শুধু পেশাগত জ্ঞান ও নেতৃত্বগত সক্ষমতা বাড়িয়েই না, বরং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, খাবার, পোশাক এবং ঐতিহ্যকে কাছ থেকে উপভোগ করেন। এটি দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর করবে এবং প্রতিরক্ষা–কেন্দ্রিক জনকূটনীতিকে আরও শক্তিশালী করবে।

হাইকমিশনার আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সামরিক শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে এমএনডিএফ কর্মকর্তা‌দের অংশগ্রহণ দুই দেশের টেকসই প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন। তিনি সম্প্রতি ডিএসসিএসসি ২০২৫ থেকে সফলভাবে উত্তীর্ণ এমএনডিএফ কর্মকর্তা মেজর আবদুল্লাহ শানীজকে আন্তরিক অভিনন্দন জানান এবং বলেন, তার এই অর্জন মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব ও নিষ্ঠার উজ্জ্বল প্রতিফলন।

হাইকমিশনার ড. ইসলাম জোর দিয়ে বলেন, বাংলাদেশ প্রতিরক্ষা কূটনীতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে, বিশেষ করে বন্ধুসুলভ ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে। প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ–প্রতিকার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হচ্ছে।

তিনি আরও বলেন যে, প্রতিবেশী ও ঘনিষ্ঠ দুই দেশ হিসেবে বাংলাদেশ ও মালদ্বীপ শান্তি, নিরাপত্তা, মানবিক সহায়তা, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি যৌথ দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বিস্তৃত হবে।

শেষে হাইকমিশনার মেজর মোহাম্মদ ইব্রাহিমের বাংলাদেশে প্রশিক্ষণ যাত্রার সফলতা কামনা করেন এবং মেজর শানীজের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভ কামনা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের পেশাগত ও কৌশলগত সহযোগিতা আগামী দিনে বাংলাদেশ–মালদ্বীপ প্রতিরক্ষা সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে।

এনআই/জেডএস