ই-কমার্সের সুবিধা সবার কাছে তুলে ধরতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ই-কমার্স এর সুবিধা, প্রয়োজনীয়তা সবার কাছে তুলে ধরতে হবে। এতে একদিকে উদ্যোক্তারা ব্যবসার প্লাটফর্ম গড়ে তুলতে পারছেন অপরদিকে ক্রেতারাও হাতের নাগালে প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
শুক্রবার (৮ জানুয়ারি) ই-কমার্স সেবা প্রতিষ্ঠান kidorkarbd.com (কী দরকার বিডি ডট কম) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে মানুষকে ই-কমার্স সাইটগুলোর সাথে পরিচয় করাতে হবে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ই-কমার্স ব্যবহারে কী কী সুবিধা রয়েছে তা সবার কাছে জানাতে হবে। সরকারের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের এ কাজে এগিয়ে আসতে হবে।
জাহিদ আহসান রাসেল বলেন, বর্তমান প্রেক্ষাপটে ই-কমার্সের গুরুত্ব আমরা সবাই বুঝতে পারছি। করোনা মহামারি আমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে রবীন্দ্র সরণির একটি রেস্তোরাঁয় সাইটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কী দরকার বিডি ডট কম পোর্টালটির চেয়ারম্যান ইসমাইল হোসাইন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুন-অর-রশীদ, চায়না-বাংলা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা।
প্রসঙ্গত, গত কয়েক বছরে অনলাইনে পণ্য কেনাবেচাসহ সেবা খাত হিসেবে ই-কমার্স ক্যাটাগরি খুবই জনপ্রিয়তা পেয়েছে। অনলাইন ভিত্তিক এসব ব্যবসায় আগ্রহ বাড়ছে সবার। এতে একদিকে তৈরি হয়েছে কর্মসংস্থান অপরদিকে গ্রাহকেরাও ঘরে বসে সেবা পাচ্ছেন।
একে/ওএফ