রোহিঙ্গাদের জন্য ৩ হাজার টন সূর্যমুখী তেল হস্তান্তর
রোহিঙ্গাদের জন্য রান্নার কাজে ব্যবহৃত ৩ হাজার টন সূর্যমুখীর তেল কক্সবাজারে পৌঁছেছে। এ তেল আগামী তিন মাসের জন্য ১০ লাখ রোহিঙ্গার রান্নার চাহিদা মেটাতে সক্ষম হবে। খাদ্য নিরাপত্তার জন্য ‘গ্রেইন ফ্রম ইউক্রেন’ মানবিক প্রোগ্রামের আওতায় এ সহায়তা দিয়েছে সুইডেন।
বুধবার (৩ ডিসেম্বর) কক্সবাজারে এক অনুষ্ঠানে এ তেল হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
ঢাকাস্থ সুইডিশ দূতাবাস জানায়, মানবিক এই প্রকল্পটিতে ৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে সুইডিশ সরকার। যুদ্ধকালীন ইউক্রেনীয় কৃষক এবং তাদের অর্থনীতিকে সমর্থন করার সময় বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদার করার একটি অংশ এটি।
ডব্লিউএফপি কর্তৃক রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে তেল বিতরণ করা হবে, যা তিন মাসের জন্য প্রায় ১০ লাখ মানুষের রান্নার তেলের চাহিদা পূরণ করবে। ফ্রান্সও এ উদ্যোগকে সমর্থন করছে, মানবিক সহায়তার জন্য যৌথ প্রতিশ্রুতি আরও জোরদার করছে।
বিজ্ঞাপন
বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্ডার পোলিশচুক এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে-শার্লেট কক্সবাজারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আয়োজিত এ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন।
এনআই/এসএম