গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি সংশোধনী আনা হয়েছে
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান পরিবেশ উপদেষ্টা।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
রিজওয়ানা হাসান বলেন, আজকে কতগুলো আইন চূড়ান্ত অনুমোদিত হয়েছে। একটা আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ সেখানে দুইটা সংশোধনী এসেছে। একটা সংশোধনী হচ্ছে, কোন কোন ভোট বিবেচনায় নেওয়া হবে না, সেই সংক্রান্ত। আরেকটা হচ্ছে, আমাদের প্রবাসী ভাই-বোনেরা ভোট দিতে পারবে, পোস্টালে পাঠানো ভোটগুলো গণনা পদ্ধতি কি সেই সংক্রান্ত একটা বিধান এসেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ব্যালটে যেখানে একটা সিল পড়ার কথা সেখানে একাধিক সিল পড়ে তাহলে গণনা করা হবে না। যদি সিল না দেয় তাহলে গণনা করা হবে না। যখন পোস্টাল ভোট দেওয়া হয়, তখন একটা ডিক্লারেশন স্বাক্ষর করা হবে, ওই ডিক্লারেশন যদি স্বাক্ষর না থাকে তাহলে গণনা করা হবে না। আর আমাদের ভোটের দিন পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন, ভোটের দিন পর্যন্ত সময়ে যে ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, সেগুলো একইভাবে গণনা করা হবে।
এমএসআই/এসএম