রাজধানীর মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জাকির হোসেন রোডের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে হঠাৎ মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ককটেল বিস্ফোরণের কোনো আলামত আমরা পাইনি। তবে আশপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারি সেখানে একটি শব্দ শুনেছেন তারা।

এসএএ/এসএসএইচ