ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো’, ‘দিল্লি না ঢাকা’, ‘হাদি না মোদি’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতে এফবিআইসহ আন্তর্জাতিক পেশাদার ও নির্ভরযোগ্য সংস্থাগুলোকে এই মামলার তদন্তে যুক্ত করার দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ইনকিলাব মঞ্চ এখনো পর্যন্ত সরকারকে সাহায্য করে যাচ্ছে এক শর্তে যাতে যেই উদ্দেশ্যে ওসমান হাদীকে হত্যা করা হয়েছে, আওয়ামী দোসররা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য যে ষড়যন্ত্র করছে সেটা যাতে সফল না হয়। এটা আমরা হতে দিচ্ছি না মানে এই না যে আমাদের ঠেকা আছে এই সরকারকে বসিয়ে রাখার। আমরা এটা করছি যাতে দেশ অস্থিতিশীল না হয়, নির্বাচনটা হয়।
তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, আপনি ৯০ দিনের কীসের ভোগীযোগী বোঝান? আপনি ক্ষমতায় থাকবেন আর এক মাস। এক মাসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার কার্য সম্পন্ন করতে হবে।
এসএআর/জেডএস