এ বছর সারাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই : মাহফুজ আলম
সব ভুল-তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক ও রাজনীতি গড়ে তোলার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্তে মনোনিবেশ করতে চান বলেও জানান দিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
বিজ্ঞাপন
মাহফুজ লেখেন, সবাইকে নুতন বছরের শুভেচ্ছা। গত বছরের সব ভুল ও তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক এবং রাজনীতি গড়ে তোলার বছর। সরকারে থাকার কারণে জুলাইয়ের ছাত্র-জনতার জন্য কিছু কাজ করা সত্ত্বেও জুলাইয়ের পর ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়নি।
তিনি বলেন, এ বছর সারা বাংলাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই। নুতন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই। আল্লাহ ভরসা।
বিজ্ঞাপন
পোস্টের শেষে জাস্টিস ফর শহীদ ওসমান হাদি লিখে হ্যাশট্যাগ ব্যবহার করেন সাবেক এই উপদেষ্টা।
এমআরআর/জেডএস