টিকা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইনশাআল্লাহ আগামীতে বন্ধ রাখতে হবে না। টিকা কার্যক্রম চলমান থাকবে।

রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
 
করোনাভাইরাসের টিকা আনার অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা মর্ডানার ২৫ লাখ টিকা পাচ্ছি। সেটা অল্প দিনেই চলে আসবে। এক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত দেওয়ার বিষয় ছিল, সেটা আমরা দিয়ে দিয়েছি। 

চীন থেকে আমরা তাড়াতাড়ি টিকা পেয়ে যাব বলে আমরা আশা রাখি। আগামী মাসেও দেশটির সঙ্গে চুক্তি অনুযায়ী হয়ত আমরা টিকা পেতে থাকব। কোভ্যাক্স থেকেও আমরা টিকা পেতে থাকব। রাশিয়ার সঙ্গেও হয়ত আমরা চুক্তি সমাপ্ত করতে পারব, আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
 
বাংলাদেশে টিকা উৎপাদনের বিষয়ে এসেনশিয়াল ড্রাগ লিমিটেডকে (ইডিসিএল) নীতিগতভাবে অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, 'তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, টিকা উৎপাদনের ব্যবস্থা করার জন্য। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা নির্দেশনা, সহযোগিতা দেওয়া দরকার, সেটা করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।'

কোন দেশের টিকা উৎপাদন হবে- জানতে চাইলে তিনি বলেন, 'আমরা উৎপাদন করলে তো বাংলাদেশের টিকাই করব। আমরা যদি কারো সঙ্গে কোলাবরেশনে যাই, সেটাও আমরা দেখব। যদি কেউ আমাদের অফার করে, তাদের টিকা বাংলাদেশে উৎপাদন করবে, তাহলে প্রাইভেট কোম্পানি আছে, তারা সেখানে উৎপাদন করতে পারবে। সেই ফ্যাসিলিটি আমাদের নেই, প্রাইভেট কোম্পানিগুলোর আছে। সেটা আমাদের নীতিগতভাবে অনুমোদন দেওয়া আছে।'

এসএইচআর/জেডএস