আনসার ভিডিপি একাডেমিতে বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্স উদ্বোধন
আনসার ভিডিপি একাডেমিতে শহীদ বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অত্যাধুনিক শহীদ বীর প্রতীক ওয়ালী মাল্টিপারপাস কমপ্লেক্স (টিটিসি দরবার হল)-এর উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
বীরত্ব ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আনসার সদস্য শহীদ মুজাহিদ ওয়ালীউল হোসেনের স্মরণে নির্মিত এই মাল্টিপারপাস কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজাহিদ ওয়ালীউর হোসেনের সহধর্মিণী মোছা. জবেদা খাতুন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, স্বামীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বাহিনীর এমন উদ্যোগে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জবেদা খাতুন।
বিজ্ঞাপন
প্রায় তিন হাজার জন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সে বাহিনীর দরবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় আয়োজন পরিচালনা করা সম্ভব হবে, যা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণার্থীর ক্লাস/পরীক্ষা, সমগ্র বাংলাদেশের সঙ্গে অনলাইন ক্লাস এবং অন্যান্য প্রশাসনিক ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেইউ/জেডএস