মোহাম্মদ আহসানুল জব্বার

সচিব পদমর্যাদার গ্রেড-১ এ পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আহসানুল জব্বার। তাকে পদোন্নতির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (২৭ জুন) জনপ্রশাসন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মোহাম্মদ আহসানুল জব্বার ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি দেশের বিভিন্ন জেলায় সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শেষে ২০১৫ সালের ১১ এপ্রিল অতিরিক্ত সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে (বিএফআইডিসি) চেয়ারম্যান হিসেবে প্রায় ১ বছর দায়িত্ব পালন করেন।

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩৩তম মহাপরিচালক হিসেবে ২০২০ সালের ৬ আগস্ট যোগদান করেন মোহাম্মদ আহসানুল জব্বার।

এসএইচআর/এমএইচএস