শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার/ ফাইল ছবি

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সময়মতো আর্থিক প্রণোদনা ঘোষণার কারণেই মহামারির ক্ষতি মোকাবিলা করে অর্থনীতির সবখাত ঘুরে দাঁড়িয়েছে।  

শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন।

গরীব-অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের প্রতি দায়িত্ব পালনে সকলকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৫০০ গরীব ও অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

করোনা মহামারি পরিস্থিতিতে দেশের অর্থনীতি রক্ষায় সোয়া লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের মার্চের পর থেকে বিভিন্ন সময় ২১টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা ব্যবসায়ীদের এ সহায়তা দেওয়া হচ্ছে। প্যাকেজের এ অঙ্ক জাতীয় বাজেটের এক-পঞ্চমাংশের বেশি। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৩৪ শতাংশ।

এসআই/এসআরএস