চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার( ৩০ জুন) দুপুরে ষোলশহর ও একে খান এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ষোলশহর এলাকায় নিহত দুইজন হলেন- সিএনজি চালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)। আর সিটি গেইট এলাকায় নিহত পথচারীর নাম জানা যায়নি।

বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমদ ঢাকা পোস্টকে বলেন, ষোলশহরের মেয়র গলি এলাকায় একটি সিএনজি অটোরিকশা উল্টে খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এইদিকে, নগরীর একে খানে ইস্পাহানী ফ্যাক্টরির সামনে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, স্থানীয়রা আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম ঠিকানা এখনও জানা যায়নি।

নিহত তিনজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেএম/এমএইচএস