সিলেট-৩ আসনে উপনির্বাচন : যানবাহন-নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
সিলেট-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে যানবাহন এবং নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩০ জুন) ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
ইসি জানায়, জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ শূন্য আসনের নির্বাচনের তফসিল অনুসারে ২৮ জুলাই ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৭ জুলাই দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ জুলাই দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞাপ আরোপ করা হয়েছে। একইসঙ্গে ২৬ জুলাই দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৯ জুলাই মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিজ্ঞাপন
অন্যদিকে নৌযান চলাচলের বিষয়ে ইসি জানিয়েছে, এরইমধ্যে এ ধরনের নির্বাচনে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে বিশেষ কয়েকটি নৌযান যেমন- লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত যেকোনো ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। একইভাবে উল্লেখিত নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৭ জুলাই দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ জুলাই দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সব ধরনের নৌযান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান এবং জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্রধারী পর্যবেক্ষক ও পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা যান। এরপর গত ১১ মার্চ নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের সিলেট-৩ আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী, ওই শূন্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনার কারণে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি। এ অবস্থায় শূন্য আসনটিতে গত ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি। আগামী ২৮ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট-৩ আসনে মোট ২ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোটারের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১ লাখ ২৬ হাজার ৬৯১ জন নারী ভোটার রয়েছেন।
এসআর/জেডএস