ছাদবাগান করলে মওকুফ হবে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স : আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সবুজায়নের মাধ্যমে ঢাকাকে একটি অক্সিজেন হাব হিসেবে গড়ে তোলা হবে। এজন্য ছাদবাগান করলে মওকুফ করা হবে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স।
বুধবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলা মাঠে ডিএনসিসির বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, খালের পাড়, রেললাইনের ধার, লেকের পাড়, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও সুবিধাজনক স্থানে টিম গ্রুপের পক্ষ থেকে দেওয়া সর্বমোট ২ লাখ গাছের চারারোপণ করা হবে। সবার বাসযোগ্য একটি সুস্থ ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে সুবিধাজনক স্থানে পর্যাপ্ত সংখ্যক গাছের চারারোপণ ও পরিচর্যার জন্য ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
ডিএনসিসি মেয়র বলেন, নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে সেগুলোর পরিচর্যা করা জরুরি। শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশুকে জন্ম সনদের সঙ্গে সঙ্গে লঙ্কা-বাংলা ফাইনান্সের অর্থায়নে জিও ব্যাগে একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে। কংক্রিটের ঢাকা থেকে বাঁচতে হলে বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছের কোনো বিকল্প নেই। তাই আমাদের সবাইকে নিজেদের প্রয়োজনেই গাছ লাগানো উচিত।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশের উন্নয়নে কাজ করে যাবে ডিএনসিসি। পানিসহ সব প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে সেগুলোর পরিমিত ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ২৪টি জায়গাকে খেলার মাঠে রূপান্তরিত করা হচ্ছে। করোনা মহামারির পরপরই ৮টি মাঠ খুলে দেওয়া হবে। ঢাকা একটি অপরিকল্পিত নগরী সঠিক পরিকল্পনায় এই নগরীকে গড়ে তোলা হয়নি, তাই ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডকে সময়োপযোগী পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।
এএসএস/জেডএস