কোভ্যাক্স থে‌কে পাঠা‌নো যুক্তরাষ্ট্রের ২৫ লাখ টিকা আগামী শুক্র ও শ‌নিবার দু‌টি ফ্লাই‌টে দে‌শে আসবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

বুধবার (৩০ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেট ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আমে‌রিকা থে‌কে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো পঁচিশ লাখ টিকা আগামী শুক্র (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) দু‌টি আলাদা ফ্লাই‌টে বাংলা‌দে‌শে আস‌বে। এরইম‌ধ্যে টিকাগু‌লো বাংলা‌দে‌শের পথে রওনা হ‌য়ে‌ছে ব‌লেও জানান তিনি।

চী‌নের টিকাও দ্রুত দে‌শে আস‌বে জা‌নি‌য়ে ড. মো‌মেন ব‌লেন, টিকা নিয়ে যে জটিলতা ছিল তা কেটে গেছে। শিগগিরই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা আসছে।

চীন থেকে কত টাকায় টিকা কেনার চুক্তি হয়েছে জানতে চাইলে মো‌মেন ব‌লেন, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

রা‌শিয়া থে‌কে টিকা আনার বিষ‌য়ে ড. মো‌মেন জানান, বিষয়টি প্রক্রিয়াধীন, আলোচনা চলছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাল (বৃহস্পতিবার) থেকে আবারও সারাদেশে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

প্রথম ডোজ প্রদানের এ কার্যক্রম শুরু করা হবে সিনোফার্ম ও ফাইজারের টিকা দিয়ে। সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেওয়া হবে সিনোফার্মের টিকা। আর ফাইজারের টিকা রাজধানীর সাতটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেওয়া হবে। তবে আপাতত অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা টিকা পাবেন। 

এনআই/জেডএস