সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঢাকার পাশে থাকবে ওয়াশিংটন
সন্ত্রাসবিরোধী কার্যক্রম প্রতিরোধে ওয়াশিংটন ঢাকার পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেন। বৃহস্পতিবার (১ জুলাই) হলি আর্টিজানে হামলার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।
টুইটে ব্লিনকেন লিখেন, ঢাকায় সন্ত্রাসী হামলার পঞ্চম বর্ষপূর্তি, যে হামলায় যুক্তরাষ্ট্রের এক নাগরিকসহ ২০ জনের প্রাণহানি হয়েছিল। আমরা নিহতদের প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
বিজ্ঞাপন
২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের হোলি আর্টিজান বেকারিতে জঘন্যতম এবং ভয়ানক সন্ত্রাসী হামলা চালায় জঙ্গীরা। ওই হামলার ঘটনায় বাংলাদেশ ও বিদেশি নাগরিক মিলিয়ে ২২ জনের মৃত্যু হয়। বিদেশি নাগরিকদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, একজন ভারতের নাগরিক ও আরেকজন বাংলাদেশ এবং মার্কিন দ্বৈত নাগরিক ছিলেন।
এনআই/এসএসএইচ
বিজ্ঞাপন